ঈশ্বর, আল্লা, গড এবং
সর্বোপরি ধর্ম বলে কিছু নেই। সবটাই মানুষের বানানো। আছে কিছু স্বার্থপর চতুর
ক্ষমতালোভী মানুষ, কিছু বুদ্ধিজীবী (এরাও ওই একই গোত্রেই পড়ে শুধু
মুখোশটা আলাদা), আর অজস্র অশিক্ষিত এবং অর্ধ শিক্ষিত নারী-পুরুষ। আর
তাই পৃথিবী, দেশ, রাজ্য, সমা্জ
সর্বত্র এই হাল। এ বলে আমায় দেখ, ও বলে আমায়।
সব্বাই আসলে বড় 'হোৎকা' হয়ে
গেছে।
No comments:
Post a Comment