কবিতা যদি না হতে পারিস,
হয়ে যা ক্ষুধার অন্ন।
না যদি হতে পারিস প্রতিবাদের গান,
ক্ষতি নেই, চোখের জল হোস মানুষের।
আর যদি কিচ্ছু না হতে পারিস
অনেকটা বেহিসাবী আগুন হয়ে যা।
পুড়িয়ে দে সামনে যা পাবি -
লোভ, হিংসা, হয়তো
ভালোবাসাও।
তোর-আমার সেই ছাই থেকে ঠিক একদিন ফিনিক্স জন্ম নেবে দেখিস।
ভালোই তো।
ReplyDeleteবেশ ভালো
ReplyDeleteহুমমম...
ReplyDelete