তোমার সঙ্গে শেষ
পর্যন্ত লড়ে যাব -
মানব না একটা কথাও।
তোমার জন্য
শেষপর্যন্ত লড়ে যাব -
কিছুতেই মানব না
কোনো বিরোধীতাও।
লড়াই যখন তোমার
সঙ্গে আমার -
তুমি সততই
বিরোধীপক্ষ।
লড়াই যখন অন্য
কারোর সঙ্গে -
সবার আগে তোমার
হাত আমিই ধরব জেনো।
এভাবেই লড়ে যাব
একেবারে একা বা একা একা দুজনেই।
ঝগড়া চলছে চলবে
বেঁচে আছি যতদিন।
লড়াই চলছে চলবে
বেঁচে আছি যতদিন।
আর এভাবেই আজীবন
বন্ধু হয়ে থাকব।
No comments:
Post a Comment