Thursday, July 9, 2015

আগুন তোমাকেও পোড়াবেই -

If I burn, you will see
The fire in your mind when you sleep
And if I rise up in smoke around your eyes
You'll know it's me
And the rain won't wash away
The ashes underneath your nails today
Doesn't matter where you go or what you do
'Cause if I burn, so will you...'

আগুন তোমাকেও পোড়াবেই
আমি যদি পুড়ি -
টের পাবে তুমি
ঘুমের গভীরে।
জেগে ওঠো যদি
চোখের দুপাশে
ধোঁয়ার নদীতে
বুঝবে সে আমি।
তোমার নখের
ছাইয়ের কণা
বৃষ্টি ধোবে না।
যেখানেই যাও,
যাকিছুই কর
কিচ্ছু হবে না।
আমি যদি পুড়ি,
জেনে রেখো ঠিক
তুমিও পুড়বে।
আগুন শুধুই
আমাকে ছোঁবে না।


 এমিলি অটাম-এর লেখা ইংরেজি কবিতার এক টুকরো অংশের অনুবাদের চেষ্টা

1 comment:

  1. মন্দ নয়, ভালোই তো লাগলো।

    ReplyDelete