Tuesday, July 21, 2015

এলোমেলো

আগুনের মুখ দেখেছি
গাছের পাতায়।
আয়না ভেঙে টুকরো হলে
আমার কী দায়!

জল এসেছে বৃষ্টিফোঁটা
চোখের তারায়।
ধুলোবালি ধরছি মুঠোয়
আর না হারায়।

যা ছিল সব ফুরালো
দমকা হাওয়ায়।
এলোমেলো শব্দগুলো
ডানা বাড়ায়।

No comments:

Post a Comment