তথাকথিত সুন্দর
চেহারা আমার কোনোদিনই নয়। সাজগোজ করারও আদত নেই ছোট থেকেই। আসলে সেজে সুন্দর হওয়া
যায় এমনটা মনে হয় না আমার। বরং চেষ্টা করি মনটাকে রোজ সুন্দর করার। ধুয়ে-মুছে
পরিস্কার করি নিত্য। রাগ, ঈর্ষা, লোভ যতটা পারি মুছে ফেলতে। ভালোবাসা, বিশ্বাস এসব
দিয়ে সাজিয়ে তুলতে আরো একটু। কিছুটা সারল্য আর নির্মলতাও থাক। নাহয় বড়দের ওই
বুদ্ধিসুদ্ধি একটু কমই হলো। নাহয় মাঝে মধ্যে ঠকে গেলাম জেনে শুনেও। কী আর ক্ষতি
হলো তাতে? আসলে আনন্দে থাকাটাই আসল। রোজ খেতে পাই, মাথার ওপর ছাদ রয়েছে, অভাব নেই মধ্যবিত্ত
প্রাত্যহিকতায়। এর বেশিই কীই বা লাগে চাট্টি ভালোবাসা ছাড়া। সেও তো চারপাশে রয়েছে
অনেক। আসলে পৃথিবীটা খুব সুন্দর। আরো সুন্দর হতো যদি এতো রক্ত, ক্ষুধা, লোভ আর
মানুষের নিজেকে বিক্রি করে দেওয়ার প্রবৃত্তি না থাকতো।
No comments:
Post a Comment