নতুন
একটা তরুণ পৃথিবী খুঁজে পেলে
তোর
জন্য এক মুঠো মাটি নিয়ে আসতাম -
একমুঠো
নির্বিষ মাটি, এক আঁজলা নির্মল জল,
এক টুকরো
ধোঁয়াহীন আকাশ।
আর ওখানে
যদি সত্যিকারের
কিছু
মানুষ খুঁজে পেতাম -
নির্মল
হৃদয়, সরলতা আর ভালোবাসা
কুড়িয়ে
আনতাম যতটুকু পারি।
আমার
পৃথিবী, তোকে এতো ভালোবাসি
অথচ
আজ প্রতিমুহূর্তে বিষাক্ত আর ধূসর
হয়ে
যেতে দেখি বড় অসহায় চোখে।
আমার
সাধ্যতো সামান্যই।
তবু
আরেকটা সবুজ পৃথিবী
খুঁজে
পেলে তোর জন্য
অন্তত
কিছুটা রঙ নিয়ে আসতাম।
No comments:
Post a Comment