Wednesday, July 22, 2015

পরিচয়

প্রিয়া, কন্যা, ভগ্নী অথবা
চিরকালীন মা,
বেশ্যা অথবা বিজ্ঞাপনের
শরীর বেচা নারী,
এমনকী ধর্ষিতা।
ভাবছি...
এইসব পরিচয় ফেলে
কবে আস্ত একটা আমি হয়ে উঠব?

2 comments:

  1. তুমি কী অন্ধ, না চোখ মেলে ঘুমোও ? দেখছো না সারা দেশটা "আমি"-তে ভরে গেছে। আর আগাছার সংখ্যা নাই বা বাড়ালে।

    ReplyDelete
  2. 'আমি' এখানে 'মানুষ' অর্থে ব্যবহার করেছি সুবীরদা।

    ReplyDelete