Wednesday, July 22, 2015

পড়তে পারো?

শব্দ দিয়ে লিখতে পারি
মনের কথা,
শব্দ দিয়ে আঁকতে পারি
যা ইচ্ছে তা।
পড়তে পারো সেসব তুমি?
পড়তে পারো নীরবতা
কথার ভাঁজে?
পড়তে পারো হৃদগগনে
যে মেঘে সব নুপূর বাজে
তার বারতা?

No comments:

Post a Comment