ভারতে
দরিদ্র মানুষের সংখ্যা আরো বেড়েছে শুধু না যেটা আরো ভয়ঙ্কর ধনী দরিদ্রের তফাতটাও
আরো বেড়েছে। মধ্যবিত্ত এখন প্রায় মিসিং লিঙ্ক।
বেসিকালি
আমি সবুজ আর গেরুয়া দুটো পতাকাকেই ঘেন্না করি আর লালকে বিশ্বাস করি না।
ওরা কেউ
জীবনের গান গাইতে দেয় না।
একদিন
আসবে আশা করি যখন কোনো পতাকার দরকার হবে না মানুষের। সেই স্বপ্নের ভোর নিশ্চয়
আসবে। তবে সে দেখার জন্য আমি থাকব না। এই খেয়োখেয়ি দেখতে দেখতেই একদিন টপ করে মরে
যাব।
আমি
ঈশ্বরে বিশ্বাস করি না, কোনো প্রচলিত সংস্কারেও না।
আমার ধর্ম নেই, সমাজ নেই, রাজনীতিও না।
সেই হাতে
রইল পেন্সিল।
থুড়ি কী
বোর্ড।
আশায় মরে চাষা। এত কিছুর পরেও আদৌ ভোট দেওয়ার সুযোগ মিলবে কিনা জেনেও রাত জেগে পরদিন ভোরে মহালয়া শোনার মতো রাত জেগে ভোরে গনতান্ত্রিক অধিকার ফলাতে যাই। যদিও জানি গনতন্ত্রের ধারক ও বাহক মুষ্টিমেয় কয়েকজন। গনতন্ত্রের চাবিকাঠি তাদের হাতেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
ReplyDeleteকতদিন ভোট দিইনি, বলতে পারব না। আস্থা লাগে না যে কাউকেই।
ReplyDelete