Saturday, July 11, 2015

বলি বিপ্লবটা হচ্ছে কোথায়?

রাস্তায় হাঁটতে হাঁটতে আসছিলাম। কানে এলো কোনো বামপন্থীদলের বক্তৃতার টুকরো – দেশজুড়ে বিপ্লব হচ্ছে...।
কিন্তু হচ্ছেটা কোথায় সেটাইতো ভেবে পেলাম না...! বোধহয় ফেসবুকে!!

1 comment:

  1. "আতরের গন্ধে ভরা বাকিংহামের বারান্দা। সেথায় কেন আঙুল চোষেণ শ্যামবাজারের হারানদা।। এদের যত বিপ্লব নিজের পাড়ায়।

    ReplyDelete