Monday, July 13, 2015

প্রিয়বন্ধুকে চিঠি

এসে দেখি আমি ধর্মতলায়
চারকোণে চার দল
সব নানা সুরে একই কথা
আমার সঙ্গে চল
এত শব্দ এত চিৎকার
তবু কী নিদারুণ দৈন্য
একই স্লোগানের নানা গন্ধ
তুমি কোথায় ছিলে অনন্য?’

জানিস, মৌসুমী ভৌমিকের এই গানটা খুব ভালোলাগে আমার। সত্যিই মিছিল, স্লোগান সবই আছে, শুধু অনন্যরাই আজ হারিয়ে গেছে। তার বদলে এখন মধ্যবিত্তের নুব্জতার মিছিল। কী যায় আসে পতাকার রঙ যাই হোক, দিন তো বদলায় না। সাম্রাজ্যবাদ আর মানুষের লোভের বিরোধীতায় শেষপর্যন্ত কোনো মিছিল হয় না যে। সব দল আটকে থাকে সীমিত ব্যক্তিস্বার্থে, ক্ষমতার লড়াইয়ে। মানুষের জন্য লড়াই কবে আবার হবে বলতো? যখন কোনো পতাকার রঙ প্রতিষ্ঠার জন্য লড়বে না মানুষ...সমষ্টিগতভাবে মানুষের জন্য লড়বে?

জানি, আমার কোনোদিনও মিছিলে হাঁটা হবে না।

1 comment:

  1. অনেক আগে কবি বলে গেছেন--"গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই। বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই"।।

    ReplyDelete