বৃষ্টি পড়ে অঝোরধারে -
কলকাতা আকন্ঠ ডুবে যায়।
রবি ঠাকুর 'বর্ষামঙ্গল' ধরেন -
'সখী, আঁধারে একেলা ঘরে'...
খিচুড়ির গন্ধ আসে।
বৃষ্টি বাড়ে...
অনেকের ঘর ভেসে যায়...
মাথার ওপরের প্লাস্টিকের
ফাঁক দিয়ে নামে জল।
'কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে
পথ জানে না'...
চায়ের কাপে চুমুক দিয়ে
নতুন কোনো প্রেমের কবিতা
লেখেন আধুনিক কবি।
আরেকটু বিষণ্ণতার গভীরে নেমে যাই।
বেচারা ইলিশ তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হ'ল কেন? আমার তো গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে- এমন দিনে তারে খাওয়া যায়। এমন ঘনঘোর বরষায়।।
ReplyDeleteসে যে সহজলভ্য নয়...।
ReplyDelete