Monday, July 27, 2015

ভালোবাসা

কখনো আঘাত করলেও
ওকেই ভালোবেসো।
বিশ্বাস কোরো শেষমুহূর্ত পর্যন্তই।
অন্যসময় অনেক সুখ দিয়েছিল বলে।
ওরই নাম তো ভালোবাসা।

No comments:

Post a Comment