Thursday, July 30, 2015

বাংলাভাষা - আমার মা

আমি ঠিক জানিনা আজকাল
তোকে বেশি ভালোবাসি না বাংলা ভাষাকে?
জানি তোর কলমের প্রতিটি রক্তবিন্দুর অনুপ্রেরণা একমাত্র আমি।
অন্য কোন নারীকে ভুল বানানে অনুপ্রেরণা বলে ডাকলে
খুব রাগ হয়। বাংলা ভাষা না আমার কার জন্য জানিনা অবশ্য।
কতবার তোকে বলেছি, '', '', '', '
এমন অনেক সাধারণ উচ্চারণে ভুল আছে তোর,
এখনো শিখিসই নি চন্দ্রবিন্দু 
কোথায় দেওয়া যায় আর কোথায় যায় না।
অথচ জেদ করে ভুলটাই লিখবি। যেন ছোটবেলার
সেই মায়ের বারণ শুনবনা গোছের নাছোড়বান্দা বায়না।
মা কি কারো চিরকাল থাকে রে?
কিন্তু মায়ের কথা ভোলাও যায় না দেখিস।
বাংলা ভাষাও যে আমাদের মা।

2 comments:

  1. পড়লাম, মন্দ নয়।

    ReplyDelete
  2. একনিষ্ঠ পাঠক পুরস্কার কিছু থাকলে আপনার জন্য রাখতাম তুলে। আপনার মতামতগুলো পড়তে খুব ভালোলাগে।

    ReplyDelete