বৃষ্টি পড়ছে দিনরাত্তির
ও জাদুকর, তুমি কোথায়?
আসবে বলেছিলে কবে...
এক জীবন তো কেটেই এল প্রায়।
ও আকাশ, তুমি যে বলেছিলে
সবার জন্য মাথার ওপর
বানিয়ে দেবে ছাদ
আর ফুলের মতো ভাত
রেঁধে দেবে হাঁড়িতে
দ্রৌপদীর মতো অফুরন্ত!
বৃষ্টিতে ওদের যে ঘর
ভেসে গেলো। কতদিন চাল
দেখেনি ওরা হাঁড়িতে
অথবা মাথার ওপরে।
তুমি কোথায় গেলে?
ও গো রোদ্দুর, তুমি যে বলেছিলে,
পৃথিবীর সব অসুখ আর দুঃখ
সারিয়ে দেবে?
তোমার জাদুঝুলির থেকে
বার করে আনবে একটা
আশ্চর্য সুন্দর, সবুজ পৃথিবী!
অথচ, মানুষের কষ্ট তো
কিছুই কমলো না আজো।
রক্তপাত, দ্বেষ
আর ঈর্ষা, লোভের খিদে
শুধু বাড়ছে, বেড়েই চলেছে...।
আজো তো এলে না এ জীবনে
এত বৃষ্টি পড়ল...
ভানুসিংহ গান ধরল,
'সজনী আও আও লো'
তবু এলে না...।
'ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর...'।
No comments:
Post a Comment