তুলি নিয়ে বসে আছি
নিয়ে আয় আলতা -
লালে লাল করে দিই
কান-মাথা-গালটা।
হলুদটা হাতে করে
এনেছিস সাথে কি?
তাড়াতাড়ি দেখি নে
গুলে নিয়ে গায়ে দি।
আকাশের কাছ থেকে
নীল রঙ আনলি?
পাড়তে গিয়েই শেষে
হাত-পাটা ভাঙলি!
হাতে আর পায়েতেই
দেব ওটা মাখিয়ে,
দেখ দেকি আর কিছু
রয়ে গেল বাকী এ?
সবুজটা নিয়ে আয়
গাছেদের থেকে চেয়ে
-
নীলেদের মাঝে মাঝে
দেব সেটা ছড়িয়ে।
মাটিতে বাদামী ছিল
ঘাসেরই ফাঁকেতে -
যেথা খুশি লাগাবোই
মনেরই আশেতে।
আরে আরে বৃষ্টিটা
নেমে গেল একী রে!
সব রঙ একাকার
হবে যেতো দেখিরে!
রঙ মাখা কিম্ভুতে
তুলে নিই মাথাতেই
রঙ কিছু গলে নিতো
আছে সব ছাতাতেই।
No comments:
Post a Comment