বৃষ্টি ভাঙা আলো ঠোঁট ছুঁয়ে যায়,
ভেজা হাওয়া এলোমেলো চুলে হাত বোলায় অকারণেই।
দরবারী কানাড়ায় তান তোলেন
ভীমসেন যোশী...বরষা সুরে বাজে, বেজে যায়...।
আমি হৃদয়ের সিঁড়ি বেয়ে নামতে থাকি
আরো গভীরে কোথাও...তোমার অপেক্ষায়...।
ভেজা হাওয়া এলোমেলো চুলে হাত বোলায় অকারণেই।
দরবারী কানাড়ায় তান তোলেন
ভীমসেন যোশী...বরষা সুরে বাজে, বেজে যায়...।
আমি হৃদয়ের সিঁড়ি বেয়ে নামতে থাকি
আরো গভীরে কোথাও...তোমার অপেক্ষায়...।
No comments:
Post a Comment