Monday, July 13, 2015

ভালো মানুষ-মন্দ মানুষ

পৃথিবীতে দু'ধরণের মানুষ আছে - ভালো মানুষ আর মন্দ মানুষ। জাত, ধর্ম - যা যা নিয়ে মানুষ গর্ব অথবা সন্ত্রাস করে সবই একেকটা পোশাক মাত্র। মন্দ মানুষ তো মন্দ কাজই করবে। কিন্তু সমস্যাটা হল ভালো মানুষদের অধিকাংশের চুপ করে থাকা। ভয়ে মুখ বুজে থাকা অথবা গা বাঁচাতে। সেটা আরোই খারাপ। আমরা মন্দ মানুষদের পশুর সঙ্গে তুলনা করি। কিন্তু পশুদের মধ্যে ভালো এবং মন্দ কোন ভাগ নেই। তাদের সকলেরই নির্দিষ্ট জীবনযাত্রা। বরং আমাদের এই নিরুত্তাপ জীবনকে পশুর সঙ্গে তুলনা করা চলে হয়তো। যদিও শেষপর্যন্ত পশুরাও সোসাল মিডিয়ায় বিপ্লব করে না। ভাগ্যিস, ওদের নিজেদের মধ্যে বিপ্লবের কোন প্রয়োজন নেই, আর মানুষের বিরুদ্ধে আছে, কিন্তু সেটা এখনো টের পায়নি।

No comments:

Post a Comment