Friday, July 24, 2015

বিষণ্ণতা

বিষণ্ণতার মেঘ ঢেকেছে রোদ্দুরে।
বিষণ্ণতার অসুখ হৃদয় জুড়ে।
বিষণ্ণতায় নত হয়ে কেউ হাঁটে।
বিষণ্ণতাই গলায় দড়ি বাঁধে।
ছোঁয়াচ লেগেছে আমাদেরও দুনিয়ায় -
শিশুরাও আজ বিষণ্ণ ডুবে যায়।

বিষণ্ণতা -
সারা দুনিয়ার অসুখ চলছে ভারী -
ভালোবাসা পেলে তবে তো সারাতে পারি।

No comments:

Post a Comment