মেয়ে
সন্তান বেড়ে উঠছে - নারী।
শঙ্কিত
দৃষ্টিতে দেখি
কেমন করে
পৃথিবী জোড়া
লোভের
মধ্যে দিয়ে সে হাঁটে,
হেঁটে
যাবে জন্ম থেকে মৃত্যু অবধি।
আমিও
হাঁটছি আজো, হেঁটেছেন মায়েরা,
হাঁটবে
আগামী সব কন্যা সন্ততি...।
শিশু, কিশোরী, যুবতী, মাঝবয়সী, বৃদ্ধা
সকলেরই
কাল,
আজ, আগামীদিনে একই
পরিণতি।
না, এটা তোমার ভ্রান্ত ধারণা। ছাগলে গাছ মুড়িয়ে খায় এটা ঠিক, তবে সবাইতো এক চরিত্রের নয়। আরণ্যক পড়নি? গাছকে পরমাত্মীয়র মতো ভালোবাসতে, যত্ন করতে জানার মানুষও তো আছে। আগেই পরিণতির কথা চিন্তা না করে, একবার রুখে দাঁড়াও। ছাগলরা ভীতুর জাত, দেখনা এত পশু থাকতে ছাগলদেরই রোজ কাটা হয়।
ReplyDeleteরুখে আজ দাঁড়াচ্ছে তো মেয়েরা। তারজন্যই তো তাদের নতুন নাম হয়েছে 'বিপজ্জনক'। লোপাট করা হচ্ছে এই বিপজ্জনকদের।
ReplyDeleteরুখে আজ দাঁড়াচ্ছে তো মেয়েরা। তারজন্যই তো তাদের নতুন নাম হয়েছে 'বিপজ্জনক'। লোপাট করা হচ্ছে এই বিপজ্জনকদের।
ReplyDelete