Wednesday, July 15, 2015

সার্ধ-শতবর্ষে লেডি অবলা বসু

৮ আগস্ট লেডি অবলা বসুর জন্মদিন। আগামী ৭ আগস্ট লেডি অবলা বসুর সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছি নারী শিক্ষা সমিতির পক্ষ থেকে। অবলা প্রচার পছন্দ করতেন না। তাই নিঃশব্দেই তাঁকে ঘিরে বছরভর একমাত্র স্মরণ করছেন এই সমিতির সদস্যরা। আগ্রহীদের আমার তরফেও আমন্ত্রণ রইল। দুপুর একটা নাগাদ অনুষ্ঠান শুরু হবে। বিস্তৃতভাবে আগামী দিনে জানিয়ে দেব।

2 comments:

  1. তুমি প্রমাণ করেছ যে তুমিই যোগ্য, শুভেচ্ছা রইলো।

    ReplyDelete
  2. আশীর্বাদ করুন যাতে এইসব হারিয়ে যাওয়া নারীদের কথা তুলে আনতে পারি

    ReplyDelete