আমি জানি
বিরহের জ্বর সেরে যাবে কয়েক দিনেই,
ভুল বকা
আরো দিন কতক -
স্মৃতিরা
মনের উঠোনে যতদিন করতালি বাজাবে...।
তারপরে
আবার সেই একঘেয়ে রুটিনে ফিরে যাবে -
অফিস, আড্ডা, পার্টি অথবা
ফেসবুকে।
আসলে
মেয়েদের তোমরা টিপিকাল ভাবতে
বড় বেশি
অভ্যস্ত।
মধ্যবিত্ত
মানসিকতায় তাকে ফ্রেমে ফেলতে চাও খালি।
কেমন হবে
স্ত্রী,
বান্ধবী, কুমারী অথবা কী
যেন বলো - পরস্ত্রীরা...।
সেটা না
মিললেই যত অসুবিধা আর অস্বস্তি।
যেন
একেবারে গা চুলকুনির মতো।
যেদিন
মানুষ বলে ভাবতে পারবে
সেদিন
বুঝবে আমাদেরও ওই হৃদয়-টিদয় বলে কিছু আছে -
ওটা একাই
তোমাদের বাপের সম্পত্তি নয়।
No comments:
Post a Comment