Monday, July 13, 2015

পৃথিবীর গভীর অসুখ না সারলে

প্রবল ব্যথা আর তীব্র ক্লান্তিতে
ভেঙে পড়তে পড়তে
স্নান করতে ইচ্ছে করে আমার।
তারপরে খুব খিদে পায়,
অতঃপর ঘুম।

একা নয়, মনে হয়
কাউকে জড়িয়ে রাখি পাশে।
শেষমুহূর্ত পর্যন্ত।
কেউ না থাকলে
অগত্যা কোলবালিশ।

তারপর চোখের পাতা
বুজে আসতে আসতে
ভেবে নিই
উঠব না আর -
যতদিন না সারছে

পৃথিবীর শেষ গভীর অসুখ।

No comments:

Post a Comment