Friday, July 10, 2015

সেই বর্ষা!


শহর-শহরতলী ডুবে গেছে জলে
বৃষ্টির দু'দিনেই। এবারেও তারপরে
জরুরি বৈঠক ঠান্ডা ঘরে চলে,
আশ্বাসের বাণীও ভাসে হাওয়ায়।
যেমনটি আর কী
চলে এসেছে বছরে বছরে।
গৃহহীনেরা শুধু সংখ্যা বাড়ায়।
শিশুর লাস এক শহরের পথে ভেসে যায়।

No comments:

Post a Comment