Thursday, July 16, 2015

রুটির গন্ধ

বাতাসে গরম রুটির সুবাস ভেসে আসে...।
খুব খিদে পেলে রুটির গন্ধ
বৃষ্টি ভেজা মাটির সোঁদা অনুভব,
না-ফোটা জুঁইয়ের বাস অথবা
ভালোবাসার থেকেও প্রিয়তর হয়।
আর কিছু নাহলেও চলে যায় তখন।
শুধু রুটি অথবা জীবন থেকে গেলে।

3 comments:

  1. ভালো, তবে আর কিছু না হলে সত্যিই কী চলে যায়?

    ReplyDelete
  2. খুব খিদে পেলে যায় আমি জানি সুবীরদা।

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete