দেওয়ালে
পিঠ ঠেকে গেলে
ভালোবাসতেও
মানুষ ভয় পায়।
আসলে
মধ্যবিত্ত ধর্মে বা জিরাফে
কোথাও
দাঁড়িয়ে নেই আজ।
পায়ের
তলায় শুধুই জল।
তাও ভেসে
যেতে পারত যদি,
কোনদিন
খুঁজে পেত মাটি।
শিরদাঁড়া
বলে কিছু আছে নাকি?
এইটাই
সত্যি,
আর সব ফাঁকি।
কোথাও
তবু দু'এক টুকরো
স্বপ্ন
ভুলে থেকে যায়।
No comments:
Post a Comment