পৃথিবীতে
কালো চামড়ার মানুষ বড় বেড়ে গেছে।
অথচ
আমরাই তো সাদা, সুন্দর, আমরাই শক্তিমান।
পৃথিবীর
দখল তাই থাকবে আমাদেরই হাতে।
জমির দখল, অর্থের দখল, সুখ
এমনকী
শান্তিও থাকবে আমাদেরই হাতের মুঠোয়।
অতএব
ওদের মেরে ফেলো।কিন্তু এমন করে মেরো
যাতে
আমাদের হাতে কোনো রক্তের দাগ না লেগে থাকে,
এমন করে
মেরো যাতে আমাদের কাপড়ে না লাগে রক্তের ছিটে।
যাকে বলে
কাঁটা দিয়ে কাঁটা তোলা।
এই নাও
নতুন অস্ত্র - সন্ত্রাস।
তাবলে
পুরোনো অস্ত্রগুলোও রেখো, কাজে লাগবে -
লোভ, মগজধোলাই আর বিভেদ।
ওই
শেষটিই হল আসল -
সবরকমভাবে
ওটিকে সার্থক কর।
ধর্মে
এবং জিরাফে থুড়ি লোভে।
ওদের
কয়েকজনকে বেশ সুবিধা দাও।
যাতে
আমাদের পায়ের তলায় বসে
বাকীদের
ছোটলোক বলে ঘৃণা করতে পারে।
আর ওই কী
আছে ওদের ধর্মটর্ম,
লাগিয়ে
দাও দুদলে পাঞ্জা লড়াই।
আমরা
গ্যালারিতে বসে বেশ ভালো করে উপভোগ করব।
সমর্থন
তো করব নিশ্চয়, নাহলে জমে নাকি?
একদলকে
প্রকাশ্যে আর অন্যদলকে গোপনে - নারদ নারদ।
তারপর
ওরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে
এ ওকে
বোমা মেরে, ফাঁসিতে ঝুলিয়ে সব একেবারে
রাতারাতি সাফ।
দরকার
হলে শান্তির জন্য আমরাও কোথাও কোথাও একটু
বড়
বোমটোম ফেলব, কিছু মানুষকে নিঃশব্দে সরিয়ে দেব,
তবে সেসব
নিয়ে ভাবার কিছু নেই, ও ব্যক্তিগত
ব্যাপার।
শাসন
করার জন্য তো কিছু বোকা, বাধ্য, আর বংশদবদ রয়েই যাবে।
তারপরে
আমাদের একছত্র বাজার, সাম্রাজ্য, সুখ, শান্তি...।