Tuesday, May 10, 2016

ওয়েটিং ফর গোডো

অল্পবয়সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বন্ধু চাই।
ঈশ্বর দিলেন।

তরুণ বয়সে বললাম, এবারে প্রেমিক দাও।
ঈশ্বর তাও দিলেন।

মাঝ বয়সে এসে একেবারে চেপেই ধরলাম তোমাকে চাই।
কোনও সাড়াশব্দ নেই।
বললাম, তুমি রবি ঠাকুরের লেখা পড়নি? ওই যে বলে গেছেন, এতো যদি দিলে সখা, আরও দিতে হবে হে, তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না।
ঈশ্বর ধাঁ করে দর্শন দিয়ে বললেন, শালা, তোর গালে যে দুটো থাপ্পড় মারিনি এই ঢের। পরমুহূর্তেই অন্তর্ধান করলেন।

জীবনের শেষে এসে তাই অপেক্ষায় আছি, কবে তিনি আমাকে চাইবেন...


Ø  লেখাটির নাম Samuel Beckett -এর বিখ্যাত নাটক Waiting for Godot -এর নাম থেকে নেওয়া।


No comments:

Post a Comment