আমি তো
তোমাকে বলেইছিলাম, এমনটাই হবে।
এছাড়া
অন্য কোনও বিকল্প ছিল না তাই। এমনটাই হবে।
চিরকাল
নিজের কবর মানুষ নিজেরাই খুঁড়েছে। আর খুঁড়েছে
ঠিক
তখনই, যখন তার পিঠ পুরোপুরি দেওয়ালে ঠেকে গেছে।
দেওয়ালে
ঠেকে যেতেই সে কুঁকড়ে কেবল নীচু হতে হতে
একসময়
পুরোপুরি বেরিয়ে এসেছে মানুষ নামক খোলস থেকে।
এই সুবাদে যেটা মনে হয়েছিল তখন কিন্তু কথাটা বলা হয়ে ওঠেনি FB র দেওয়ালে লেখাটা পরেছিলাম যখন। সেটা হোলো, ওপরের দাঁতের পাটিতে নিচের ঠোট কামড়ে অনেক সময় আমরা বলি না, 'দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়াবেই'...এই কথাটা ছোটবেলে থেকে শুনে শুনে এখন মনে মনে বলি, বাপু চুপ দাও দিকি! ও-যেদিন কেউ ঘুরে দাঁড়াবে সেদিন বরং বোলো 'দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল'...তার আগে পর্যন্ত বরং এই মেনে নিয়ে চলো এখন দেওয়ালে পিঠ ঠেকার বাকি আছে খানিক (দেওয়ালটা কি পিছিয়ে যাচ্ছে নাকি আমাদের বিপ্লবের আগমন কালের মূহুর্ত পিছিয়ে দিতে!)
ReplyDeleteঅথবা আমার মনে হয়েছে দেওয়ালে পিঠ ঠেকে যেতেই সে মানুষের খোলস থেকে বেরিয়ে আসছে। তাহলে আর কোনও দায়বদ্ধতা থাকে না।
ReplyDelete