Sunday, May 1, 2016

ছবিটি

কথারা সব ঘুমে জড়িয়ে আসে। মাথার মধ্যে ঝিমঝিম নূপুর বাজে। শব্দগুলো ভাসতে থাকে সাদা-কালো থেকে জলরঙে।

চোখের পাতায় লেগে থাকে জলকুচি...।

রাতের মায়া আদর মাখতে মাখতে শব্দরঙা কাব্যবালিকা হারিয়ে যায় পাগলের প্রলাপ আঁকা বনে।


No comments:

Post a Comment