ভালোবাসা
দীর্ঘ কবিতার মতো
লিখতে
লিখতে নিজেকে নিংড়ে নেওয়া,
তারপর
আবার কালিতে কলম ডোবানো।
ভয় করে,
কখনও কলম তুলে নিলে নিলে
এ কাহিনি
হয়তো অসমাপ্তই রয়ে যাবে।
খুব
ক্লান্ত হয়ে গেলেও শব্দ, শব্দ
এবং আরও
শব্দ জুড়তে জুড়তে
অন্তহীন – লিখেই চলি...।
No comments:
Post a Comment