কবিতার
জন্য একটা যুদ্ধ করলে কেমন হয় বলতো?
শব্দের
তরবারি, হরফের তীব্র গোলাবারুদের আওয়াজ, কলমের বিষাক্ত তীর...
মানুষের
লোভ, ঘৃণা আর নির্মমতার কাছে অনেকদিন ধরে হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কবিতা
ও প্রেমের। এবার ঘুরে দাঁড়ানো যাক, কি বলো?
চলো ওদের
জন্য একবার অস্ত্র ধরি – কবিতা অথবা শান্তির জন্য।
আমাদের
ছেলেমেয়েদের জন্যও, যাদের একটা সবুজ পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলাম।
একদিন তো
মরবই, শেষ লড়াইটা নাহয় লড়েই নিই।
জিতে
গেলে আবার স্বপ্ন দেখতে বসব হয়তো...
হেরে
গেলেও কোনও আর দুঃখ থাকবে না।
শেষ
রক্ত, ঘাম, অশ্রুপাত শুধু কবিতার জন্য...
কবিতা
অথবা তোমার জন্য নিঃশেষ হোক এ জীবন।
No comments:
Post a Comment