অনুগত হও।
কেন বার বার প্রশ্ন কর?
বলেছি না, অনুগত হও।
নাহলে ওই উদ্ধত মাথা
কী করে নত করতে হয়
সে মন্ত্র আমার জানা আছে।
অনুগত হও।
নাহলে তুমি এবং তোমার প্রিয়জনদের
বেঁচে থাকার কোনও অধিকার নেই।
অনুগত হও, পা চাটো।
তোমাকেও মুষ্টিভিক্ষা দিতে পারি
মানুষের রক্তে-ঘামে ভেজা লুটের ভাগের।
অনুগত হও, পা চাট।
কে বলতে পারে তোমাকেও
দিয়ে যেতে পারি ক্ষমতার উত্তরাধিকার।
No comments:
Post a Comment