Sunday, May 1, 2016

ছন্দ

যাকে নির্মাণ করেছিলাম কলমের কালি আর শব্দ দিয়ে, অনেক অনেক শব্দের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেল। জীবনের বাঁকে যেমন হারিয়ে যায় ছেলেবেলার স্মৃতি অথবা ঝমঝমিয়ে নামার আগে হাওয়ার টানে যে ফোঁটাটা মিলিয়ে গিয়েছিল রুক্ষ ঠোঁটের ওপর।

খুঁজছি যেমন করে নিজের ছায়া অথবা প্রতিধ্বনিকে খুঁজে ফেরা যায়।

কিছুতেই আর ছন্দ মিলছে না।

No comments:

Post a Comment