যদি
ঈশ্বর হও, এসো হাত ধর – আমাদের এখনও অনেকটা পথ হাঁটতে হবে। খুব ক্লান্ত, অবসন্ন
হলেও এখনও অনেকটা পথ বাকি আছে। এসো হাত ধর – নরক না
স্বর্গ কোন দিকে নিয়ে যাবে, সে একান্তই তোমারই ইচ্ছে। সে পথে শত্রুর আঘাত আমাকে খণ্ড
খণ্ড করবে কিনা অথবা বন্ধুর হৃদয় জুড়ে দেবে সব ভাঙাচোরা, তা পছন্দের ভারও তোমার
ওপরেই ছেড়ে দিলাম।
যদি
ঈশ্বর হও, এসো, হাত ধর।
No comments:
Post a Comment