Tuesday, May 10, 2016

লাল গানে নীল সুর

আগে দেহের প্রাচীর ভাঙো, দেখবে গো সাঁই, মনের সেতু আপনি জোড়া লাগবে।/ কামনার ইটের পরে ইট সাজিয়ে গড়া দেহ, ইট খসালেই তুমি-আমি নাহি কেহ।/ থাকে কেবল সেই জনা।

তারে কেউবা ভজো আল্লা নামে, কেউবা মজো কৃষ্ণ ভাবে; / খেপী কয়, নামে কী আসে যায়,
তার প্রেমে ডুব দেয় সবজনা।/ তুমি-আমি সবজনা।

ডুব দিলে সাঁই একেবারে, আল্লা হরি মিলতে পারে।/ না ডুবিলে কেবল দেহ পড়ে রয়, মন তো মেলে না।

একবার ডুব দিয়ে দেখ গো সাঁই, নাহলে মন তো মেলে না।


2 comments:

  1. এ তো সুর ছাড়া অধুরা! রচনাটি আপনার? এই মিঠাই-এর ভাঙরটিকে সুরের রসে ভিজিয়ে অডিও ফাইলটা আপলোড করার জন্য অনুরোধ জানালাম।

    ReplyDelete
  2. সুরটা যে আমিও খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না। সুরকারও খুঁজে পাচ্ছিনা। হ্যাঁ, লেখাটি আমারই।

    ReplyDelete