Wednesday, May 4, 2016

পূর্বাভাস

আজ বৃষ্টি পড়বে জানতাম।

অনেক দহন শেষে এভাবেই নেমে আসে
ঘন মেঘের অভিমান কয়েক ফোঁটা অশ্রুপাতে।

পূর্বাভাস ছিল না, তবুও...

একেকদিন যেমন কান্নাভেজা ঠাণ্ডা হাওয়া
তোমার মতোই ছুঁয়ে দিয়ে যায় শুষ্ক কপাল।

No comments:

Post a Comment