মানুষের
দীর্ঘায়ু কামনা করে না আজ আর কেউ।
সেতুরা
দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক কোনমতে তৈরি হল যেসব রাস্তা ও ফুটপাত। দীর্ঘজীবী হোক
পথের আলো, বাসস্ট্যান্ড, এবং অগভীর অন্তর্লীন ড্রেনের মতো আমাদের যাবতীয় উন্নয়ন।
এইসব দীর্ঘজীবী
হলে, তুমি-আমি খুচরো মানুষেরা আরও কিছুদিন টিঁকে যাব। এইসব দীর্ঘজীবী হলে, আরও
কিছুকাল আমাদের রক্ত বা সামান্য ক্ষতিপূরণের কোনও প্রয়োজন হবে না।
No comments:
Post a Comment