Sunday, April 3, 2016

পণ্য?

জীবন সস্তা হয়েছে খুব, আরও সস্তা বিকোচ্ছে কবিতা। বর্ণমালারা খুন হয়ে গেলে কলরব হয়না কোথাও। রক্তপাতে হাহাকার, ক্ষতিপূরণ সব বাতুলতা। খোলা বাজারেই বুক, উরু, নিতম্ব মাপমতো পাওয়া যাবে ঠিক গরম প্রতিবাদী, মিয়ানো প্রেম অথবা মুচমুচে পরকীয়া। কবিতার পোশাক পাল্টায় যারা, রঙ, জাত, আরও অন্যকিছু - তাদের সাদা খাতায় মৃত শব্দের সারি দেখে হাততালি দেয় অনুগতেরা। কবিতা লিখিনা আমি, শব্দের বেচাকেনা ঘৃণা করে থাকি। অথচ জীবন মানে কবিতাই জন্মাবধি জানি। কবিতার মানে জানি হৃদয়ে অনন্ত রক্তক্ষরণ। 

No comments:

Post a Comment