বাংলাদেশের মেয়েরা একসময় নিয়মিত লাঠি,
ছোরা খেলত। একা বাড়ির বউ একদল ডাকাত ঠেকিয়েছে বা তাড়িয়েই দিয়েছে বলে বা কৌশলে সে নজিরও
অনেক ছিল। ডাকাতরা স্বাভাবিকভাবে সেসবেই অনেক দক্ষ ছিল তা সত্ত্বেও।
ছোটবেলা থেকেই এসবের চর্চা করলে মনের জোরও
অনেক বেড়ে যায়। আমার মনে হয় আত্মবিশ্বাস এবং শরীরচর্চা বাড়িয়ে গুন্ডাদের রুখে দেওয়া
এবং নিজেদের সম্মান রাখার কাজ চাইলে এখনও বাঙালি মেয়ে পারে। লেখাপড়ার পাশাপাশি এই সব
শিক্ষাও জরুরি এবং বাধ্যতামূলক করা উচিত।
বছরে একবার শক্তিময়ী রূপে ধুমধাম করে পুজো
করার চেয়েও মেয়েকে শক্তিময়ী করে গড়ে তোলাটা জরুরি। আর ঠিক তেমনি আমি কী পোশাক পড়ব আর কী নেশা করব সেটা
নিয়ে যেমন অন্যের মাথা গলানোর দরকার নেই, নিজেকে বাঁচাতেও নিজে পারব সেই জায়গায় যেন
পৌঁছাতে পা্রি।
আমাদের প্রজন্মে আমরা অনেকেই এই সুযোগগুলো
পাইনি। আগামী প্রজন্ম যেন এই ভুলটা না করে।
বাঙালি মেয়ে কোমর বাঁধলে বাঙলা থেকে আজও
ডাকাত তাড়াতে
পারে বৈকী।
No comments:
Post a Comment