এভাবেই
কেটে যায় মধ্যবিত্ত জীবন – ধূ ধূ গরমের দুপুরে একটানা পাখার আওয়াজের মতো।/ মাঝে মাঝে
দোলা দিয়ে যায় কিছু আর্তনাদ – ব্রীজ ভাঙে অথবা লাল-নীল পতাকার লড়াই –
ভোট বল
যাকে।/
যার যায়,
তারই তো যায় – একমাত্র রোজগেরে চাপা পড়ে ব্রীজের তলায়, / যার ছেলে খুন হয়
ঘরে মাঠে, রাস্তার বাঁকে,/ রক্তাক্ত ধর্ষিত লাস হয়ে যার মেয়ে পথে পড়ে থাকে।/ যার
যায় তারই তো যায়, অন্যেরা চিৎকারে কেবলি গলা ফাটায়।/ তারপরে সব চুপচাপ।/
অথচ
সবারই আশ্বাস ছিল ভোটে জিতলে বাঁচাবে তাহাকে!/
বহুকালের
পুরোনো পাখার মতো একঘেয়ে আওয়াজে দগ্ধ দিন কাটে,/ দিন কাটে ঘরে বা অফিসের যান্ত্রিক
শীতলতার মাপে মাপে,/ রৌদ্রে ঘামে ভিড়ে চৈত্র সেলের বাজারের শেষ ডাকে।/ দিন কাটে।/
কেটে যায়
ঝিমধরা মধ্যবিত্ত জীবন নুনে-ভাতে।
No comments:
Post a Comment