Friday, April 1, 2016

টুকরো ভাবনা

কে সেফ, কেন সেফ?
আমার মেয়ে রোজ কলকাতার একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত স্কুলে যায়। সে যতক্ষণ না ফেরে নিজেকে সেফ লাগেনা। বাড়ির কেউ এমন কী নিজেও যখন রাস্তায় বেরোই তখন তারা ফিরে আসবে বা নিজেই ফিরে আসব কিনা তার কোনও নিশ্চয়তা দেখিনা। এমন কি বাড়ির ভেতরেও আমরা সত্যি সেফ কি? যে হারে খুন, ধর্ষণ, বোমা বিস্ফোরণ, দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে তাতে আজ বেঁচে আছি বলে আমি বা আমরা নিজেকে বা নিজেদের সেফ ভাবতে পারিনা। এমন কী অন্যকে নিশ্চয়তা দিতেও না।

দোষী!
শেষপর্যন্ত সব দোষ হয় বেচারা ঈশ্বরের, কারণ তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবির্ভূত হতে পারেননা বলে। ধরে নেওয়া হয় মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অতএব মনুষ্যসৃষ্ট যাবতীয় ঘটনা ও দুর্ঘটনার দায় তাঁর।
রাজ্য সরকার দোষীদের শাস্তি দেবেন বলছেন। ঈশ্বরকে পাবেন কি?

বোধহয় এইজন্যই কখনও প্রকৃত দোষীদের শাস্তি হয়না। ক্ষমতাবান আর ঈশ্বর বোধহয় এইখানে সমার্থক হয়ে যায়।

ব্লাড সুগার থাকায় রক্ত দিতে পারিনা, এই ব্যাপারটা মাঝে মাঝেই আমাকে খুব যন্ত্রণায় ফেলে।

No comments:

Post a Comment