Thursday, April 28, 2016

অপেক্ষা

কবে বৃষ্টি আসবে?
আমার রুখু শরীরের ফুটিফাটা দাগ বুজিয়ে দিয়ে
গড়িয়ে যাবে জলের আদর, সোঁদা গন্ধের নেশা ছড়িয়ে।
তারপর নতুন ধানের বীজ শরীরের গভীরে...।
কবে বৃষ্টি নামবে বলতো?

অপেক্ষায় আছি।

No comments:

Post a Comment