Sunday, April 24, 2016

তোমরা-আমরা

খেতে বসে কথায় কথায় বাবা বলছিল, আমাদের আগের জেনারেশনের ভাবনাচিন্তা আমরা বুঝতে পারতাম। আমরাই বোধহয় শেষ যে সেসব অনুভব করছি, তোরা একেবারেই অন্যরকম আমাদের থেকে।

ডানহাতে ভাত, বাঁ হাতে মোবাইল সতেরো বছরের মেয়ের ঝটিতি উত্তর, সেটা তো স্বাভাবিক। তোমরা আগের শতাব্দীর শেষে জন্মেছ আর আমরা এই শতাব্দীর মানুষ।

বাবা স্বীকার করে নিয়ে বলে, সত্যিই তো, আমাদের একশো বছরের লোকজনের ভাবনাচিন্তা আমরা বুঝতে পারি, তার আগের নয়।

বিষয়টা শুরু হয়েছিল, শাক খাব না দিয়ে।


শাকভাত মাখতে মাখতে আমিও ভাবছিলাম, ঠিকই তো মেয়ের সঙ্গে আসলে আমাদের জেনারেশন গ্যাপ নয়, আস্ত একটা সেঞ্চুরির গ্যাপ রয়েছে। ওর ধ্যানধারণা আলাদা হবে সেটাই তো স্বাভাবিক।

No comments:

Post a Comment