Wednesday, April 27, 2016

বিকল্প

পশ্চিমবঙ্গে তৃণমূল,সিপিএম,কংগ্রেস,বিজেপি বাদ দিয়ে বিকল্প শক্তি গড়ে তোলাটা খুব জরুরি।

সাধারণ মানুষ একবার চেষ্টা করেছিল,সেবারে বিশ্বাসের জায়গাটা ভুল হয়েছিল।

আবার পারবে নিশ্চয়।

আসলে বিশ্বাসের কোনও শক্ত ভূমিই নেই তাদের কাছে।

শিক্ষিতদের মতো কম খারাপের (কী করে মাপা যায়?) ক্ষমতায় আসার যুক্তিটা তাদের জীবনে চলবে না। তাদের কাছে সবই ওই জলন্ত কড়াই থেকে উনুনের আগুনে পড়ার মতো।

শুধু বুদ্ধিজীবিদের সরে দাঁড়াতে হবে। সাধারণ মানুষের লড়াই তাঁদের নিজেদের টি আর পি বাড়ানোর জায়গা নয়। তাঁরা সত্যিকারের চাইলে অনেকদিন আগেই পথে নামতে পারতেন, নন্দীগ্রাম পর্যন্ত অপেক্ষা না করে।


মনে রাখতে হবে,রাস্তা কারোর একার নয়। বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়;যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়।

No comments:

Post a Comment