গতকাল
ফেসবুকে ভেসে আসা একটা পোস্টে দেখলাম নাইজেরিয়ায় কে বা কারা ৮৬ জন শিশুকে পুড়িয়ে
মেরেছে। নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন হলে সারা দুনিয়ায় তোলপাড় পড়ে যেত।
সার দিয়ে
শুয়ে থাকা পোড়া মৃতদেহগুলোর দিকে তাকিয়ে বেঁচে থাকাটা কেমন অর্থহীন ঠেকছিল।
আর ঠিক
সেইসময় ফেসবুক আমায় প্রশ্ন করল যে, ছবিটি ভয়ঙ্কর ধরণের কিছু, আমি তা সরিয়ে দিতে
চাই কিনা? এর আগে মাঝেমধ্যে সত্যিকারের কুৎসিত কোনও ছবি বা বিষয় আমি ফেসবুকের কাছে
রিপোর্ট করে দেখেছি তারা খুব চটজলদি জবাব দিয়েছে যে পোস্টটিতে আপত্তিকর কিছুই তারা
পায়নি।
আমার সন্তানেরা কোথাও আজ সেফ নেই। আমি কী করে সেফ থাকব?
আমার সন্তানেরা কোথাও আজ সেফ নেই। আমি কী করে সেফ থাকব?
No comments:
Post a Comment