কিছুই কি
প্রাপ্য ছিল এ জীবনে?/ তবু ঘাস, মাটি, জল, আলো, হাওয়া পেয়েছি মায়ের স্নেহের মতো;
নীলাকাশ, ভোরের শিশির, জ্যোৎস্না, সবুজ বনানি কত মায়া এঁকে রেখে যায় প্রতিক্ষণে।
কিছু কি প্রাপ্য হয় এ জীবনে? যা পাই, যেটুকু পাই, মুঠো ভরি, কোঁচড় ভরে রাখি, ভরে
রাখি হৃদয়ের গোপন ভাঁড়ারে।/ কিছু তো প্রাপ্য ছিল না, তবু কত হাসি মুখ, দুচোখের
উষ্ণতা রয়ে গেছে স্মৃতির কোটর ভরে।/ প্রাপ্য ছিল না তবু পেয়ে গেছি আরও যাহা কিছু,
সেই সবও নতজানু হয়ে মাথা পেতে নিই - এক জীবনের যত ভুল, বেদনা, ব্যর্থতা, না পাওয়া।/
প্রাপ্য ছিল না তবু এ জীবনে তোমাকেও পেয়েছি বারংবার।
No comments:
Post a Comment