কতগুলো
শব্দ-অক্ষর-বর্ণমালার প্রেমে পড়ে গেলাম। যে সবকিছু আমাকে মনে করে উচ্চারিত হয়নি কখনও
অথচ আমাকেই লিখে গেছে চিরকাল। যে সব শব্দের ভাঁজে অনুচ্চারিত জুঁইয়ের সুবাস ঝরে
ঝরে পড়ে বৃষ্টিকণার মতো। যেসব শব্দ কবিতার মতো নেশা ধরায় অথবা নিবিড় শান্তি বহন
করে আনে। নিজেকে খুঁড়তে খুঁড়তে বিষ উঠে এলে অমৃতর আস্বাদ এনে দেয়। পরিপূর্ণ সঙ্গম
শেষের ধূপধুনো সেইসব শব্দ-অক্ষর-বর্ণমালা।
No comments:
Post a Comment