অর্থহীন
মনখারাপের ভেলায় ভেসে আসা কথোপকথন স্মৃতির মধ্যে জলতরঙ্গের মতো বাজতে থাকে। অথচ
গুমোট গরমে পাখার একঘেঁয়ে শব্দতোলা বাতাসে চুলগুলোও এলোমেলো হয়না। আজও মেঘ করেছে।
দু-এক ফোঁটা বৃষ্টি নিভে গেছে মাটির কোলের কাছে এসে। খুব একপশলা বৃষ্টির সোঁদা
বাতাস মনকেমন ভাসিয়ে নিয়ে যায় দূর দেশে। যেখানে রূপকথারা কেবল বৃষ্টি হয়ে ঝরতে
থাকে।
No comments:
Post a Comment